কিশোরগঞ্জ জেলা হোসেনপুর বাজার হসপিটাল মোর চৌরাস্তায় কালিমা যুক্ত ক্যালিগ্রাফিতে হামলা ও সাধারণত শিক্ষার্থীদের উপর অত্যাচার করেছিল ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান তুষার । ওনি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ। মুসলমানের কলিজা কালিমা যুক্ত ক্যালিগ্রাফি বঙ্গবন্ধুর ছবির বিপরীতে কালিমা যুক্ত ক্যালিগ্রাফি দিয়ে হোসেনপুর চৌরাস্তা মোড়ে গুল চক্কর ডিজাইন করা হয়েছিল।
হোসেনপুর এর গুল চক্করটি রাকিবুল হাসান তুষার সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ব্যতীত অন্য কিছু অপছন্দনীয় ছিল ।
যথাক্রমে জানা যায় ইসলামিক কালিমা যুক্ত ক্যালিগ্রাফি মুসলমানদের পছন্দনীয় হলেও গত বৈষম্য বিরোধী আর ছাত্র আন্দোলনে তুষার ও আরো অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা আক্রমণ করেছিল ইসলামিক ক্যালিগ্রাফির উপর।
রাকিবুল হাসানের
পিতা :মৃত সিদ্দিকুর রহমান ধনু , সাবেক চেয়ারম্যান যশোদল, কিশোরগঞ্জ সদর থানা।