গতকাল শনিবার ইন্ডিয়ার সঙ্গে শেষ টি-টোয়েন্টি না খেলতে মাঠে নামেন বাংলাদেশ ক্রিকেট টীম। এ খেলাই বাংলাদেশের কিংবদন্তি মাহমুদুল্লাহ রিয়াদ তিনি টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন। মাহমুদুল্লাহ রিয়াদের শেষ ম্যাচেও বাংলাদেশের এলোমেলো বল এ লজ্জাজনক ভাবে হারতে হলো ইন্ডিয়ার কাছে। বাংলাদেশ ক্রিকেট টিমের বলার দের ইন্ডিয়া ব্যাটসম্যানরা কচুকাটা করে রীতিমতো শিখিয়ে দিলেন কিভাবে টি টুয়েন্টি খেলতে হয় ।
পরবর্তীতে শেষ ম্যাচ এ ইন্ডিয়ান বেটার রা বিশাল রানের পাহাড় তুলে দিল শেষ টি-টোয়েন্টিতে। ইন্ডিয়া ২০ ওভার ব্যাটিং শেষে ২৯৭ রান করে ২৯৮ রান টার্গেট দেন বাংলাদেশকে এর জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে প্রথমেই উইকেট হারাই পারভেজ ইমন। তার উইকেট এরপরে একের পর এক তামজিদ শান্ত উইকেট হারান। কিছুটা হাল ধরলেও লিটন দাস হঠাৎ এই ইন্ডিয়ার গুগলি বলার এর বলে কেচ দিয়ে উইকেট দেন লেগ অন ফিল্ডারের হাতে।
মাহমুদুল্লাহ রিয়াদ তার শেষ ম্যাচ ব্যাট করতে নামেন তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ কে নিয়ে ম্যাচের কিছুটা হাল ধরতে পারলেও শেষ পর্যন্ত তাকেও বেক্তিগত ৮ রান করেই শেষ টি টুয়েন্টি থেকে বিদায় নিতে হলো। বাংলাদেশকে লজ্জাজনক ভাবে হারতে হয় ইন্ডিয়ার কাছে ওয়াইটওয়াশ করে দেন ইন্ডিয়া বাংলাদেশকে।
এদিকে গৌতম গম্ভীর বাংলাদেশের বোলিং ও ব্যাটিং পারফর্ম দেখে গ্যালারিতে বসে বসে হাঁসছিলেন। তার হাসির কারণ জানতে চেয়ে দেখা যায় বাংলাদেশের এলোমেলো বোলিং ও ব্যাটিং দুর্বলতা নিয়ে তিনি হেসেছিলেন।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর