কিশোরগঞ্জে দুর্গাপূজার চাপে আছেন প্রশাসন। তবুও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজন করেন তরুণ শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ মোকাবেলা অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। এবং আগুনের হাত থেকে সাধারণ মানুষকে কি করে মুক্ত করা যায়। সাধারণ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয় যে গ্যাসের চুলায় আগুন লাগলে সাহস নিয়ে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। এবং সাধারণ মানুষের জীবন বাঁচানো যায়।
এমনকি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি নাটকের অভিনয়ে সাধারণ মানুষদেরকে বুঝানো হয়। ঘরে আগুন লাগলে কিভাবে সাধারণ জ্ঞানে জীবন বাঁচানো সম্ভব। সাধারণ শিক্ষার্থীরা ও রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ,সহ বিভিন্ন মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করে। এবং আনন্দের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ফৌজিয়া খান , উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসান চৌধুরী, আরো ছিলেন জনাব মুত্তাকিদূর, আরো উপস্থিত ছিলেন পুলিশ সাংবাদিক, অনেকেই।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব ফৌজিয়া খান বলেন কিশোরগঞ্জের রাস্তা খুবই ছোট এবং সঠিক সময়ে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছুতে পারেন না।
কাজেই কিশোরগঞ্জের সকল রাস্তা যদি মেরামত করা হতো বা বড় করা হতো তাহলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছুতে পেরে মানুষের জীবন বাঁচাতে পারতো।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর