ঢাকা ১৩১০ কেরানীগঞ্জ, ইস্পাহানি ২ নং রোড গত কাল ১১ঃ৩০ মিনিটে এনামুল হক মজুমদারের পুত্র সাইফান মজুমদার নামে একটি হারানো গিয়েছিল। ঘটনাক্রমে জানা যায় একটি মহিলা এনামুল হক মজুমদারের বাসা থেকে হারানো সাইফানকে অপহরণ করে নিয়ে যান। অপহরণকারী গতকাল প্রায় ১২ টায় নিয়ে যাওয়ার সময় সিসি ক্যামেরায় দেখা যাচ্ছিল।
ঘটনার পরপরই ফেসবুকে ঝড়ের মতো বিষয়টি ভাইরাল হয়। একের পর এক শেয়ারে হারানো সাইফান মজুমদার এর বিষয়টি সাধারণ মানুষ জানতে পারে। এরপরই আজ সকাল ১০ টায় শহীদপুর কিছু সাধারণ বাসা থেকে ওই মহিলার হাত থেকে উদ্ধার করেন। ঘটনাটি ফেসবুকে ছড়াছড়ির মাধ্যমে জেনে যাই সাইফানের বাবা এনামুল হক মজুমদার। জানার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারী কাছ থেকে বাচ্চাটি গ্রহণ করেন। এবং সকল ফেসবুক শেয়ারকারীকে ধন্যবাদ জানাই ও উদ্ধার কারীদের কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকেও ধন্যবাদ জানাই।
বর্তমানে শিশুটি তার মা বাবার কাছে সুরক্ষিত আছে।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর