দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়া দশমীর পরের দিন গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার (১৫ অক্টোবর)আয়োজন করা হয় বউ মেলার বউমেলার। এখানে বিভিন্ন গ্রাম থেকে সুন্দরী মেয়েদের ভিড় জমে। এবং পছন্দমত জীবন সঙ্গিনী খুঁজে বের করতে মেলায় আসে হাজার হাজার যুবক।
বাংলাদেশের মধ্যে অবাক করে দিয়ে এটি একটি ঐতিহাসিক মেলা। জানা যায় আদিম কাল থেকেই এই গ্রামের পূর্বপুরুষেরা এভাবেই এই মেলার আয়োজন করে গেছেন। বর্তমানে পূর্বপুরুষদের রেখে যাওয়া স্মৃতিটাকে ধরে রাখতে বর্তমানেও চালিয়ে যাচ্ছে বীরগঞ্জের মানুষেরা।
ঐতিহাসিক বউমেলায় দিনাজপুরের নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষদেরকে নিরাপত্তা দিয়ে মেলাটি সম্পূর্ণ করেন।
জানাজায় যে প্রতিবছরই এ মাঠে বউ মেলার আয়োজন করা হয়। এক সাক্ষাৎকারে বলেন প্রাচীনকালে বাপ দাদারা এই মেলার আয়োজন করার কারণ এই হচ্ছে আজকাল সঠিকভাবে সঠিক সময়ে বা সঠিক মিলে দম্পতি খুঁজে পাওয়া ভার। কাজেই মেলার মাধ্যমে হাজার হাজার পরিবারের উপস্থিতিতে সরাসরি দেখে নিজের পছন্দমত সঙ্গিনী খুঁজে বের করতে পারেন ছেলেরা। এমনকি এ মেলায় মেয়েদের মা বাবা ছেলেদের মা-বাবা উপস্থিত হয়ে তাদের একে অপরের বিয়ে ঠিক করেন। কেউ কেউ আবার এই দিনেই বিয়ে করে বাড়িতে নিয়ে যান।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর