তানিম আহামেদ
(শেরপুর প্রতিনিধি)
বৈষম্যহীন বাংলাদেশ”-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
নালিতাবাড়ী (১ নভেম্বর) শুক্রবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা গেইট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে। উক্ত র্যালি তে প্রায়ই শতাধিক যুবক যুবতীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (মেঘমালা) এ আলোচনাসভা, প্রশিক্ষন প্রাপ্ত যুবদের সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল কবির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
আলোচনা সভা শেষে শতাধিক যুবদের মাঝে শপথ বাক্য পাঠ করান নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা ।
এ সময় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজা ইয়াসমিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাহ হোসাইন এবং নিবন্ধন যুব সংগঠন ও ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন এর সদস্যরা উপস্থিত ছিলেন।