তানিম আহমেদ ( শেরপুর প্রতিনিধি)
ন্যায্য মূল্যে সবজি বিক্রি কর্মসূচি শুরু করেন:- আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থার। শুক্রবার জুম্মা নামাজের পরে নালিতাবাড়ী আমবাগান বাজারে এই কর্মসূচি শুরু করেন সংগঠনটি।
ন্যায্য মূল্য সবজি বিক্রি কর্মসূচি করেছে আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থা।
০১ নভেম্বর শুক্রবার উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের আমবাগান বাজারে এসব সবজি বিক্রি করে সং
বাজারের চেয়ে কম দামে ক্রয় সাধ্যের মধ্যে সবজি পেয়ে সংগঠনটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় ক্রেতারা।
এসময় স্থানীয় ইউপি সদস্য আবু জাফর বাবু আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থার এধরনের কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন প্রতিটা এলাকায় রাস্তার মোড়ে মোড়ে এধরনের ন্যায্য মূল্যের দোকানের ব্যবস্থা করলে সাধারণ মানুষ স্বস্তি
পেতোসবজি তালিকায় আলু-৫০, পেঁয়াজ ৯০, রসুন ২০০, লাউ ৩৫, মিষ্টি কুমড়া ৪৫, বটবটি ৪৫, ফুলকপি ৫০, করলা ৬৫, কলা ২০, ঝিঙ্গা ৩৫, বেগুন ৫০, কাঁচামরিচ ১০০, মুহি কচু ৪০ টাকা কেজি বিক্রি করেন।
মুলাশাকসহ প্রায় ১৫ প্রকার সবজি স্থানীয় বাজারগুলোর চেয়ে কেজি প্রতি ২০-৩০ টাকা কমে বিক্রি করা হয়।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর