কিশোরগন্জ এর শহর মাঝখানে দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী দীর্ঘদিন যাবত কচুরিপানা দিয়ে আটকে গেছে পানি চলাচল, এই নদীর উপর কিশোরগন্জের পোর শহর নির্ভরশীল । প্রতি বছর এর নেয় এইবারো তাই উদ্যোগ নিলো কিশোরগন্জের জেলা প্রশাসক।
আজ ৬ নভেম্বর রোজ বুধবার নরসুনদা নদী পরিষ্কারের সময় কর্মীদের নির্দেশনা ও দেখতে আসেন কিশোরগঞ্জ জেলা পৌরসভার নির্বাহী প্রকৌশল ও যুব উন্নয়নের কর্মকর্তা।
নরসিংদী নদী পরিষ্কার এর কার্যক্রম কে সফল করতে কর্মীদের সঠিক দিক-নির্দেশনা দেয়, কিশোরগঞ্জে নির্বাহী প্রকৌশল মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব
ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অফিসার মোহাম্মদ নুরুজ্জামান সাহেব। দীর্ঘক্ষণ ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে অবস্থান করেন। নদী পরিষ্কারকৃত কর্মীদের পরিষ্কার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে দিকনির্দেশনার পাশাপাশি দ্রুত পানি চলাচল ও পূর্ণ জীবিত নদী পেতে সাংবাদিকদের আশ্বাস দেন ।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর