কিশোরগঞ্জের নগুয়া এলাকার আবু কালাম নামের একজন কৃষক আজ ১৩ নবেম্বর রোজ বুধবার সময় সকাল ৭ টায় বৈদ্যুতিক মটারে শর্ট সার্কিটে মৃত্যুবরণ করেন।
জানা যায় নিহত আবু কালাম তার নিজ গৃহ থেকে সকাল সাতটায় বের হয়। এবং তার বৈদ্যুতিক মোটার দিয়ে জমি থেকে পানি তোলার সময় মটার টি নষ্ট হলে তা পর্যবেক্ষণ করতে জমিতে নামে। সে সময় মটার এর বৈদ্যুতিক তার কাটা থাকে এবং তিনি সেখানে সর্ট সার্কিট হয়ে মৃত্যুবরন করেন।
নিহত আবু কালামের পরিবার বলেন এটা আগে তার কেটে ফাঁদ তৈরি করা হয়েছিল। নিহতদের পরিবার এটা তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাই।
নিহত আবু কালাম কিশোরগঞ্জ সদর থানার নগুয়া এলাকার বাসিন্দা আলি মাহমুদ এর পুত্র। জানা যায় নিহত আবু কালাম এট একজন পুত্র সন্তান ও একজন মেয়ে সন্তান ।