তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।
১৮নভেম্বর ২০২৪ (সোমবার) নালিতাবাড়ী উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
নালিতাবাড়ীতে নয়াবিল ইউনিয়নের নয়াবিল হাতিপাগার ভাঙ্গায়, অবৈধ ভাবে নাকুগাও মহাসড়ক রাস্তার পাশে গভীর গর্ত তৈরি হওয়ায় এবং ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করায় ৫ টি এক্সেভেটর জব্দ করে প্রতি এক্সেভেটর ৫০ হাজার টাকা করে ২ লাখ ৫০ টাকা জরিমানা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং জব্দকৃত বালু দ্বারা গভীর গর্ত হওয়া স্থানে ভরাট করা হয়।
এবং , জেলা প্রশাসন ভোগাই নদীর কয়েকটি মৌজায় এক বছরের জন্য বালু উত্তোলনের ইজারা প্রদান করলেও সম্প্রতি বেশকিছু মৌজায় উত্তোলন উপযোগী বালু না থাকায় আশপাশের ফসলি জমি ও নদী তীর ভেঙে বালু উত্তোলন করছে অসাধু বালু ব্যবসায়ীরা। এমতাবস্থায় ইজারার শর্ত ভঙ্গ হওয়ায় ওইসব স্থানে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।