আকাশ খান (জেলা প্রতিনিধি )
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া জিনজিরাম নদীর ওপারের এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এবং বিদ্যুৎ সুবিধার অভাবে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান ছিল অত্যন্ত নাজুক। তবে, একটি নতুন সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের অন্ধকার দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পের পদ্ধতি
জিনজিরাম নদীর ওপারে স্থাপিত সৌর বিদ্যুৎ প্রকল্পটি সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং টেকসই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে। এখানে স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, যা সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে।
প্রকল্পটি পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন এবং উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে একটি সমন্বিত উদ্যোগ গড়ে তোলা হয়েছে। সৌর প্যানেলের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ প্রথমে একটি ব্যাটারি সিস্টেমে সঞ্চিত হয়। এরপর এই বিদ্যুৎ স্থানীয় বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতরণ করা হয়।
সুফল
১. বিদ্যুৎ সরবরাহ: বিদ্যুতের অভাবে বছরের পর বছর ধরে ভোগান্তি পোহানো এই অঞ্চলের মানুষ এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। এটি তাদের দৈনন্দিন কাজকে সহজ করেছে।
২. শিক্ষার প্রসার: রাতে পড়াশোনার জন্য বিদ্যুতের অভাবে শিক্ষার্থীরা সমস্যায় পড়ত। সৌর বিদ্যুৎ প্রকল্প চালুর ফলে এখন শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন আলো পেয়ে পড়াশোনা করতে পারছে।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর