আকাশ খান জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার বিভিন্ন সংগঠন ও ছাত্রসমাজের উদ্যোগে ২০২৪ সালের ৫ই আগস্ট এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই-আগস্ট মাসে গণভোটের সময় আহত ও শহীদ হওয়া ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম-৪ আসনের আমিরে জমায়েত ইসলাম, আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কুড়িগ্রাম-৪ আসনের সাবেক পদপ্রার্থী মোঃ আজিজুর রহমান। এছাড়াও, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের সমন্বয়ক, এবং ছাত্রসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “শহীদ ছাত্ররা দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
আলোচনায় বক্তারা ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, “যে কোন প্রকারের অন্যায় শাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের ছাত্রসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে এবং জনগণের অধিকার রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।”
স্মরণসভায় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার লক্ষ্যে আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয় এবং প্রস্তাব গৃহীত হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিশেষ দৃষ্টি আকর্ষণ: শহীদ ছাত্রদের ত্যাগ স্মরণ করে প্রতিবার এ ধরনের কর্মসূচি আয়োজনের মাধ্যমে তাদের আত্মত্যাগের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর