শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শেরপুরে মুর্শিদপুর পীরের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ।

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৪ ১০:৩২ পূর্বাহ্ণ

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।

শেরপুরে মুর্শিদপুর দোজা পীরের দরবারে হামলার ঘটনায় হাফেজ উদ্দিন নামে এক হামলাকারীর মৃত্যুর জের হিসেবে দরবারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা। গতকাল সকাল থেকে কয়েক ঘণ্টা ওই তাণ্ডবের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বিপুলসংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন থাকলেও বিক্ষুব্ধ জনতা তাদের বাধা উপেক্ষা করে পীরের দরবারে তাণ্ডব চালিয়ে গুঁড়িয়ে দেয়। ওইসময় দরবারে থাকা গরু, মহিষ, ছাগল ও দুম্বাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। ঘটনার পর দরবারের পক্ষ থেকে কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
শেরপুর সদরের লছমনপুর গ্রামের মুর্শিদপুর খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারের মুরিদ ও স্থানীয় জামতলা ফারাজিয়া আল আরাবিয়া কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং তৌহিদী জনতার মধ্যে বেশ কিছুদিন বিরোধের জের ধরে গত ২৬শে নভেম্বর দরবারে হামলার ঘটনা ঘটে। এতে পার্শ্ববর্তী কান্দাশেরীরচর গ্রামের ইদু মিয়ার ছেলে হাফেজ উদ্দিনসহ এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। পরে আহতদের মধ্যে হাফেজ উদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৭শে নভেম্বর সকালে মারা যায়। গতকাল সকাল ১০টায় কুসুমহাটিস্থ জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে নিহত হাফেজ উদ্দিনের নামাজে জানাজায় শেরপুরের সকল মাদ্রাসা বন্ধ রেখে অংশ নিতে মাইকিং করা হয়।
এদিকে জানাজাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা গতকাল ভোর থেকেই মুর্শিদপুর দরবার ও কুসুমহাটি বাজার এলাকায় শক্ত অবস্থান নেয়।

তবে কুসুমহাটিস্থ জমশেদ আলী কলেজ মাঠে হাফেজ উদ্দিনের জানাজায় বক্তব্যে বক্তারা হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীনদের মুক্তি এবং ৭২ ঘণ্টার মধ্যে দোজাপীরকে গ্রেপ্তারের দাবি জানান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা জানাজা ছেড়ে লাঠিসোটা নিয়ে দরবারের দিকে অগ্রস হয়।দীর্ঘ প্রায় তিন ঘণ্টার ওই তাণ্ডবে হাজার হাজার বিক্ষুব্ধ জনতার ভিড়ে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি স্থানীয় দমকল বাহিনীও।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, হাফেজ উদ্দিন নিহতের ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। ওই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিশোরগঞ্জে দোয়া ও কম্বল বিতরণ করলেন হাজী ইসরাইল মিয়া।

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে আইনজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নালিতা বাড়িতে অতিরিক্ত মুল্য সার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ।

নালিতা বাড়িতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেন।

নালিতা বাড়িতে নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষন ও অনলাইনে হেনস্তা বিরুদ্ধে মানববন্ধন।

কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক।

অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান করে ১ ব্যক্তিকে আটক করা হয়।

কুড়িগ্রামে ১৭ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন: লাখো জনতার ঢল

নালিতাবাড়িতে ভোগাই নদীর তীরে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, কারাদণ্ড ও সরঞ্জাম জব্দ ।

‘ইলিশ সাম্রাজ্য’ বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে, এবারও নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে শঙ্কা