তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে বাজী রেখে পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে নালিতাবাড়ীকে দখল মুক্ত করেন।
শনিবার (৭ ডিসেম্বর) সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্রের আয়োজনে শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের প্রধান মুনীরুজ্জামান,এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা
সকাল ১০টায় একটি বিজয় শোভাযাত্রা সেঁজুতি বিদ্যানিকেতন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।প্রদক্ষিণ শেষে সেঁজুতি অঙ্গনে শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে,শিক্ষক মনি গাঙ্গুলির সঞ্চালনায় বক্তব্য উপস্থাপন করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মকবুল হোসেন,শিক্ষক এসএম হান্নান প্রমুখ।
পরে সেঁজুতি বিদ্যানিকেতন অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করেন