গতকাল ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ দিবস কে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা তার মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। উক্ত রেলিতে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র-ছাত্রী ও কিশোরগঞ্জ ওলীনেওয়াজ খান কলেজ এর ছাত্র-ছাত্রীরা ও এ রেলিতে অংশ নেন।
রেলি শেষে কিশোরগঞ্জ জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি গণসভা এর আয়োজন করা হয়। উক্ত গণসভায় মূল্যবান বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি সম্মানিত সভাপতি ফজলে করিম নাজমুর জামান সাহেব। তাছাড়াও সহ-সভাপতি সেক্রেটারি সহ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা কমিটির সদস্যবৃন্দ সকলেই মূল্যবান বক্তব্য পেশ করেন।

এ বক্তব্যে কিশোরগঞ্জ জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর প্রচার ও প্রসারণ সম্পাদক এনামুল হক জুনায়েদ বলেন ভারতীয় মিডিয়া গুলো ভুয়া সংবাদ প্রচার করছেন। কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশে হিন্দুরা তাদের পূর্ণাঙ্গ অধিকার পেয়ে যাচ্ছেন। এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে যাচ্ছেন। ভারতে আমাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কর্মীবৃন্দরা রয়েছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছেন । ভারতীয় গণমাধ্যম ভুয়া সংবাদ প্রচার করে বাংলাদেশ ও ভারতের মাঝে যে বিভ্রান্তি সৃষ্টি করছে সেই জন্য তাদের কঠিন শাস্তির দাবি করছি।