আকাশ খান (জেলা প্রতিনিধি কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শামিম হোসেন (৫৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটে আজ ১৫ ডিসেম্বর ২০২৪, সকাল ১০টার দিকে বিজিবি ডিসি রোড এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, শামিম হোসেন রাস্তা পার হওয়ার সময় মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শামিম হোসেন স্থানীয় একটি কাজে বের হয়েছিলেন। বিজিবি ডিসি রোড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামিম হোসেনকে মৃত ঘোষণা করেন।
শামিম হোসেন রৌমারী উপজেলার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এলাকায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব এবং সহযোগিতামূলক মানসিকতার জন্য এলাকাবাসী তাকে শ্রদ্ধার চোখে দেখত। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ট্রাকটি আটক করা হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে।
এলাকাবাসী এ দুর্ঘটনার জন্য দায়ী করেছেন যানবাহনের বেপরোয়া গতি এবং সড়কের অপরিকল্পিত ব্যবস্থাপনাকে। তারা জানান, বিজিবি ডিসি রোড এলাকায় ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহনের চলাচল দিন দিন বাড়ছে, কিন্তু সড়কের অবকাঠামো উন্নত না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।
শামিম হোসেনের মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসী গভীর শোকে নিমজ্জিত। স্থানীয় জনপ্রতিনিধিরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার জানাজা আজ বিকেলে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ দুর্ঘটনার পর স্থানীয় জনগণ নিরাপদ সড়কের দাবিতে সরব হয়েছেন। তারা সড়কে স্পিড ব্রেকার স্থাপন এবং ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শামিম হোসেনের অকাল মৃত্যু এলাকাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ধরনের দুর্ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরি। প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং জনগণের সচেতনতা সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর