তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।
” দুর্নীতির বিরোধী সকলে একসাথে”- এই শ্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ ডিসেম্বর রবিবার সকাল ১১ টিই সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে, ইয়েস দের অংশগ্রহণে পৌর শহরের স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে সাইকেল র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে সাইকেল র্যালিটি শেষ হয়। ইয়েসের দলনেতা অভিজিৎ সাহা নেতৃত্বে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন ইয়েস ও এসিজি সদস্যরা।
সনাক সহ-সভাপতি মোঃ মশিউর রহমান সাইকেল র্যালি উদ্বোধন করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়েস উপ-কমিটি আহবায়ক আমিনুল ইসলাম, সনাক সদস্য মোঃ আব্দুল ফাত্তাহ্ (নাজমু) , টিআইবির এরিয়া কো-অর্ডিনেট নাজমুল হক সহ, সনাক, ইসেয়, এসিজি সদস্যরা উপস্থিত ছিলেন।