তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।
আজ মহান বিজয় দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী আয়োজনে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টাই বিজয় শোভাযাত্রার মাধ্যমে নালিতাবাড়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন । এই সময় উপস্থিত ছিলেন সনাক, ইয়েস সদস্য, এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেট নাজমুল হক।
নয় মাস মুক্তি যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়।
মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষায় এই বিজয় অর্জিত হয়। কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।