কিশোরগঞ্জ, ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবসে আয়োজিত একটি অনুষ্ঠানে বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খানের পদত্যাগের দাবি উঠেছে। স্থানীয় শিক্ষার্থীরা এই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
অভিযোগ অনুযায়ী, জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একজন মুক্তিযোদ্ধার বক্তব্যে শহীদ আবু সাঈদকে কটাক্ষ করা হয়। সেখানে উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিষয়টি প্রতিহত না করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, "আমরা মুক্তিযুদ্ধের শহীদদের অপমান কোনোভাবেই মেনে নেব না। যারা শহীদদের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।"
শিক্ষার্থীরা দ্রুত ডিসিকে প্রত্যাহার এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসন কোনো মন্তব্য করেনি।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর