মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র জনতার উদ্যোগে গত শনিবার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল সেবার আয়োজন করা হয়। বিন্নাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকাল দশ ঘটিকায় এ অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে অভিজ্ঞ ডাক্তার বৃন্দ বিনামূল্য রোগী দেখেন এবং ঔষধ প্রধান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ডাক্তার মোঃ হেলাল উদ্দিন। পরিচালক শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকেন অধ্যাপক আ. ন. ম. মুস্তাকুর রহমান অধ্যক্ষ গরু দল সরকারি কলেজ কিশোরগঞ্জ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকেন ডাক্তার হেলিশ রঞ্জন সরকার উপপরিচালক শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জ। আরো উপস্থিত থাকেন ডাক্তার সাইফুল ইসলাম সিভিল সার্জন কিশোরগঞ্জ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাওছার আলম আরমান সভাপতি স্টুডেন্ট এসোসিয়েশন অফ কিশোরগঞ্জ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় সাবিরুল হক তনময় ও জাকিয়া সহ আরো অন্যান্য ছাত্র একত্রিত হয়ে কাজ করে অনুষ্ঠানটি সফল করেন।
উক্ত অনুষ্ঠান কে কেন্দ্র করে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি'র যুবদল মহাসচিব সৈয়দ শাহ আলম বলেন এসব সমাজসেবার কাজ দেখে আমার প্রাণ ভরে গেল এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছাত্র জনতা কে নিয়ে এরকম সমাজসেবামূলক কাজ করাটা অত্যন্ত জরুরি। সকল কার্যক্রমে আমি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর