তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।
সংবাদকর্মী দেখে ব্যাগভর্তি ফেনসিডিল রাস্তার পাশে ফেলে পালিয়ে গেলেন মাদক পাচারকারী এই ঘটনা ঘটে শেরপুর নালিতাবাড়ী উপজেলা শহরের কালিনগর বাইপাস এলাকায়।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে পেশাগত কাজে যাচ্ছিলেন দুই সংবাদকর্মী। একই পথে মোটরসাইকেল হাঁকিয়ে ব্যাগভর্তি ফেনসিডিল নিয়ে চলছিলেন মাদক পাচারকারী। সাংবাদিক দেখে গতি বাড়িয়ে ফেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই কারবারী। ব্যাগভর্তি ফেনসিডিলও ততক্ষণে ব্যাগ ফেটে রাস্তায় ছড়িয়ে পড়ে। উপায়া না পেয়ে ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল আর ৫০ বোতল ফেনসিনডিল রেখেই দৌড়ে পালায় ওই কারবারী।
দৈনিক সংগ্রাম পত্রিকার নালিতাবাড়ী প্রতিনিধি আল হেলাল ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি সারোয়ার হোসেন বলেন বিকেলে মোটরসাইকেলযোগে পেশাগত কাজে শহরের বাইরে যাচ্ছিলাম । পথিমধ্যে কালিনগর বাইপাস এলাকায় আমাদের দেখে মাদক পাচারকারী ব্যক্তি বেপরোয়া গতিতে তার মোটরসাইকেল চালানো শুরু করেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির পেছনে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়লে ব্যাগে রাখা ৫০ বোতল ফেনসিডিল রাস্তা ছড়িয়ে পড়ে। ফলে দ্রুত ওই মাদক কারবারী মোটরসাইকেল ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেল ও ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়।
এস আই নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর