৪ জানুয়ারি ২০২৫ ইং রোজ : শনিবার দুপুর ৩:০০ টা সময় তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামিউল হক স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত নালিতাবাড়ী প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান করেন।
বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক এর ব্যক্তিগত প্রচেষ্টায় ২০২৪ সালে প্রতিষ্ঠিত সামিউল হক স্পোর্টস একাডেমি এই প্রথম বারের মতো ফুট বল টুর্নামেন্টের আয়োজন করেন । এই সময় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন চিএনায়ক ইমন ,,চিএনায়কা পাথনা ফারদিন দিঘি,।এই মাসের ১৫ জানুয়ারি থেকে টুর্নামেন্টের শুরু হবেন এতে অংশ নিবেন ১২টি ফুট বলা দল ।
এই সময় উপস্থিত ছিলেন।চিএনায়ক ইমন ,,চিএনায়কা পাথনা পারভিন দিঘি, চলচিত্রের নবাগত ভিলেন যুবরাজ ,, ফুট বলার মাসুদ ,, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন ,, উপজেলা পরিষদ সাবেক বাইচ চেরমেন হাবিবুর রহমান লিটন,, প্রেসক্লাবের উপদেষ্টা এমে হাকাম হিরা ,, সামিউল ইসলাম তালুকদার,, সভাপতি আব্দুল মান্নান সুহেল,, টুর্নামেন্টে আয়োজক সামিউল হক,, আরো উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ।উদ্বোধন শেষে বিভিন্ন টেলিভিশনের শিল্পী বিন্দু গান পরিবেশন করেন।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর