গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : ইশতিয়াক আহামেদ
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ৪ জানুয়ারি ২০২৫ তারিখে নগরজুড়ে অবৈধ জুয়া ও র্যাফেল ড্র এর বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন স্থানে টিকেট বিক্রির সময় মোট ৩৬ জনকে আটক করা হয়।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ৭টি ইজিবাইক, ৭ সেট মাইক, ৮টি টিনের ড্রাম, বিভিন্ন রংয়ের ১২ বান্ডেল ও খোলা অবস্থায় ২,৫৫৭টি টিকেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া টিকেট বিক্রির মাধ্যমে সংগৃহীত নগদ ১৭,১৮০ টাকাও জব্দ করা হয়।
কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে কেএমপি অধ্যাদেশের ৯৫ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ জুয়া ও র্যাফেল ড্র বন্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সূত্র: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর