আজ নোহার নান্দলা আলিম মাদ্রাসায় হয়ে গেল ড্রাগন মার্শাল আর্ট চৌদ্দশত শাখা এর শুভ উদ্বোধন।
এ উপলক্ষে কিশোরগঞ্জ ড্রাগন মার্শাল আর্টের ছাত্র ছাত্রী এসে মনমুগ্ধকর খেলা দেখিয়েছেন।
যা দেখে এলাকার মানুষের মনে মার্শাল আর্ট সম্পর্কে আগ্রহের সৃষ্টি হয়েছে। এখানে উপস্থিত ছিলেন নোহার নান্দলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আবদুস সালাম আকন্দ সাহেব।
উনার বক্তব্যে উনি এলাকার মানুষের কাছে প্রশ্ন করেন আপনারা কি চান এ এলাকায় এমন একটা প্রতিষ্ঠান হোক তখন উপস্থিত এলাকার গণ্যমান্য এবং স্বাস্থ্য সচেতন অভিভাবকরা এক বাক্যে এটাকে সমর্থন জানিয়েছেন। এখানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শহর সমাজসেবার অফিসার এবং এ শাখার চিফ ইন্সট্রাক্টর জনাব সিদ্দিকুর রহমান। উনার বক্তব্যে মার্শাল আর্ট এর উপকারীতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন। সাথে সাথে বলেন এ শাখা সরকার অনোমদিত । এখানে আরও উপস্থিত ছিলেন আন নূর সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাকিব হোসেন বাবু উনার বক্তব্যে উনি সবাইকে ড্রাগন মার্শাল আর্ট চৌদ্দশত শাখায় সার্বিকভাবে সহযোগিতা ও ছাত্র ভর্তি করার জন্য এলাকার মানুষকে উৎসাহিত করেছেন।
এ শাখার চিফ ইন্সট্রাক্টর হিসাবে আছেন সিদ্দিকুর রহমান, ব্ল্যাক ব্যাল্ট।
আয়োজক ও সহকারী প্রশিক্ষক হিসাবে আছেন আতিকুল হক আতিক।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর