তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।
২৪ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান এর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বাতকুচি নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে হাতে নাতে ১ ব্যক্তিকে আটক করা হয়।
এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে-
√ ১ ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়;
√ ৮ টি ড্রেজার মেশিন অপসারণ করা হয়;
√ বালুর ৪ টি স্থাপনা/মাচা ধ্বংস করা হয়; এবং
√ অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ করা হয়।
অভিযানে বন বিভাগের রেঞ্জ অফিসারসহ বন বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ, ব্যাটালিয়ন আনসার এবং এসিল্যান্ড অফিসের স্টাফবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অবৈধ বালুর বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া ৮টি ড্রেজার মেশিন পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং ৪ টি স্থাপনা/মাচা ধ্বংস করা হয় ।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর