তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।
শেরপুরের নালিতা বাড়িতে বাবার সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে সোহাগ মিয়া (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। ২৭ জানুয়ারি সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাশকান্দা এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সোহাগ মিয়া নিজেদের গোয়ালের গরুকে প্রচুর মারধর করলে তার বাবা তাকে ধমক দেন। এতে সে অভিমান করে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর নিজ বাড়ির পার্শ্ববর্তী তার বড় ভাইয়ের শ্বশুরের হাফ বিল্ডিং ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সোহাগ। সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।