মেহেদী হাসান ( রৌমারী উপজেলা প্রতিনিধি)
উন্নত প্রযুক্তি নির্ভর বিশ্বে মানুষ যখন চাঁদে বাড়ি করার স্বপ্ন দেখে,আলিসান বাড়ি, গাড়ি করার কথা চিন্তা করে।
ঠিক তখনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কিছু গ্রামের জনগণ দুমুঠো খাওয়া এবং একটু বাসস্থানের জন্য দিন-রাত চিন্তা করে।
সুখের বাতী ঘুঘুমারী নদী ভাঙনের বিস্তারিত দেখুন । অসময়ের নদী ভাঙ্গনে এই শীলকালে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করলেও পাশে দাঁড়ায়নি কেউ।
ব্রহ্মপুত্র নদীর তীর ঘেষা সুখের বাতী ঘুঘুমারী এলাকা জুড়েই শোকের ছায়া পড়লেও দেখার যেন কেউ নেই এমন অভিযোগ নদী ভাঙন এলাকার মানুষ গুলির। এবিষয় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক রেজাউল করিম বলে নদী ভাঙন রোধে কোনপ্রাকার বরাদ্দ না থাকায় আমরা এব্যাপারে সহযোগিতা করতে পারছি না। তবে আমরা আবেদন পাঠিয়েছি বরাদ্দ আসছে এসব এবিষয় কাজ করা হবে।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর