আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান-২০২৫ পালন করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রশিবির।
গতকাল ২৮শে জানুয়ারি মঙ্গলবার কুড়িগ্রামে গাড়িয়াল পাড়ায় অবস্থিত ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা অফিসের রুমে এ বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জনাব মোশাররফ হোসেনের সঞ্চালনায়,উক্ত শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি জনাব মুকুল হোসেন।
শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে জেলা ছাত্রশিবির সভাপতি জনাব মুকুল হোসেন, ছাত্রশিবিরের এ ধরনের প্রতিষ্ঠা লগ্ন থেকে চলমান। যেখানে রুগ্ন অসহায় মানুষ সবার আগেই সেখানে ছুটে যায় ছাত্রশিবির।
উক্ত অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি বাংলাদেশের আমল জনতা ও ছাত্রদের ভালবাসা দিন দিন বেড়েই চলেছে। সুনাম ও খাতির পাশাপাশি মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছে বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির বলে মন্তব্য করেন কুড়িগ্রাম জেলা ছাত্রশিবির সভাপতি মকবুল হোসেন।