তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।
প্রেসক্লাব নালিতাবাড়ী’র দুইবার নির্বাচিত সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন এবং দৈনিক তথ্যধারা পত্রিকার নালিতাবাড়ী প্রতিনিধি সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে কিডনি বিকলসহ নানা শারিরিক অসুস্থতায় ভোগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউইতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে নালিতাবাড়ীর গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বাদ যোহর দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে শাহী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর