১০ কেজি গাঁজা সহ রৌমারীতে আটক নাগেশ্বরীর যুবক।
মেহেদী হাসান ( রৌমারী উপজেলা প্রতিনিধি)

রৌমারী সিএনজি স্ট্যান্ড থেকে রবিবার সকাল ১০ টার দিকে ১০ কেজি গাঁজাসহ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি গ্ৰামের ফজলুল হকের ছেলে সোহেল রানা(২২) আটক করা হয়।
রৌমারী থানা ওসি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সিএনজি ইস্টার্ন থেকে ১০ কেজি গাঁজাসহ ধরি।
রৌমারী উপজেলাকে মাদক মুক্ত করার আমরা সবসময় কাজ করে যাচ্ছি।
