মেক্সিকো সিটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে আরও জনবান্ধব ও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দূতাবাসের কার্যক্রম পরিচালিত হবে।
সম্প্রতি এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত আনসারী বলেন, "প্রবাসীদের সমস্যা সমাধানে আমরা দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেব। বাংলাদেশি নাগরিকদের যেকোনো প্রশাসনিক ও কূটনৈতিক সহায়তা সহজ করতে দূতাবাস সবসময় প্রস্তুত থাকবে।" তিনি আরও জানান, মেক্সিকোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, পাসপোর্ট নবায়ন, ভিসা সংক্রান্ত সহায়তা, বিভিন্ন প্রশাসনিক নথিপত্র প্রদান এবং বাংলাদেশ-মেক্সিকো দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দূতাবাস সক্রিয় ভূমিকা রাখবে। এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি হেল্পলাইন চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "একটি জনবান্ধব দূতাবাস আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। আশা করি, রাষ্ট্রদূতের নেতৃত্বে এটি বাস্তবায়িত হবে।"
মেক্সিকোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যাতে সহজে দূতাবাসের সেবা গ্রহণ করতে পারেন, সেজন্য অনলাইন ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে বলেও রাষ্ট্রদূত আশ্বাস দেন।
উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী সম্প্রতি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বে দূতাবাসের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর