জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আশাবাদ ব্যক্ত করেছে যে আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা।
ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি এক বৈঠকে বলেন, "আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছি যেন একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যায়। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধে জাতিসংঘের একটি মূল্যায়ন দল বাংলাদেশ সফর করেছে এবং তাদের সুপারিশের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে। এর আওতায় ভোটার নিবন্ধন, প্রচার কার্যক্রম, ভোটার শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রযুক্তির ব্যবহার এবং পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।
ইউএনডিপি আশা করছে, এবারের নির্বাচন বাংলাদেশে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং জনগণের আস্থা বাড়াবে।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর