রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বিদ্যানন্দে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা।

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ণ

আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) রাজারহাট, কুড়িগ্রাম

– বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব পশ্চিম পাড়ায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রাতে জামায়াতের রাজারহাট উপজেলা সেক্রেটারী জনাব এ্যাড. আহাম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে তাদের সান্ত্বনা জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ-দুর্দশা গভীরভাবে অনুভব করে জামায়াতের পক্ষ থেকে তাদের জন্য সামান্য উপহারের ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, “দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি আপনাদের কষ্ট কিছুটা লাঘব করতে।”

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ফলে ওই এলাকার একাধিক বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে, এবং অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং দুঃসময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জামায়াতের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও বৃহত্তর সহায়তার জন্য স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংগঠনের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব পশ্চিম পাড়ার এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। তবে স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যাত্রীবাহী বাস খাদে

শিবিরের ডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নালিতাবাড়িতে ভোগাই নদীর তীরে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, কারাদণ্ড ও সরঞ্জাম জব্দ ।

নালিতাবাড়ীতে অসংক্রামক রোগ প্রতিরোধে আলোচনা সভা ।

পরকীয়া করতে গিয়ে ধরা পড়লেন ‘বৈষম্য বিরোধী নেতা’ রাকিব।

সাংবাদিক দেখেই ফেনসিনডিল রেখেই দৌড়ে পালায় মাদক কারবারী।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাণের মিলনমেলা।

গাজীপুরের সাবেক মেয়রের অডিও ফাঁস: হুমকির অভিযোগ ও প্রতিক্রিয়া

নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন