শাহাদাৎ হত্যার বিচার চাই।। প্রতিবাদে রৌমারী বাসী।
মেহেদী হাসান (রৌমারী উপজেলা প্রতিনিধি)

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্ৰামে (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ৯ টার দিকে পুলিশের সামনে জমিজমা নিয়ে দুই পক্ষের মারামারি আহত হয়েছেন ১১ জন, সাহাদাত হোসেন নামে এক ব্যক্তি নিহত।
রৌমারী থানার এস আই খুকিন সাথে আরও সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিতি হওয়া মাত্রই দু পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে এলোপাথারি হাঙ্গামা শুরু করে।
এস আই খুকিন বলেনঃ
এসময় কাউকেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কারণ আমরা মাত্র তিন চারজন মানুষ কিভাবে এতো মানুষকে সামাল দেবেন। এঘটনায় আহতদের বিভিন্ন উন্নত জায়গায় চিকিৎসার জন্য পাঠানো হলেও বাঁচানো সম্ভব হলো না সাহাদাত হোসেন কে।

আজকে শত শত মানুষের উপস্থিতিতে খুনিদের শাস্তির জন্য একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেনঃ সাহাদাত হোসেনের খুনিদেরকে ২৪ ঘন্টা মধ্যে গ্রেফতার করা। আমরা ইতিমধ্যেই আসামি গ্রেফতার করেছি ৪ জনকে।
জন সাধারণের উদ্দেশ্যে বলেন আপনারা শুরু থেকেই আমাদের সহযোগিতা করেছেন। এজন্য আপনাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।
আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমরা খুনের সাথে যারা জড়িত আছে সবাইকে খুব দ্রুতই ধরতে পারবো।
