ভূমিকম্পটি সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। জাতীয় ভূকম্পন গবেষণা কেন্দ্রের (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া, যা ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে অবস্থিত। দিল্লির পাশাপাশি আগ্রা, হরিয়ানা ও উত্তর ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কম্পনের সময় অনেকেই প্রচণ্ড শব্দ শুনেছেন, যা মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে দেয়। স্থানীয়রা জানান, গত ২৫ বছরে দিল্লিতে এমন ভূমিকম্পের অভিজ্ঞতা হয়নি। কয়েক সেকেন্ডের কম্পনে ঘরবাড়ির আসবাব কেঁপে ওঠে, অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়।
এর আগে ১১ ও ২৩ জানুয়ারিতেও দিল্লিতে ভূমিকম্প হয়েছিল, যা শহরটিকে বারবার কাঁপিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বড় ধরনের কোনো ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে।
দিল্লি ও আশপাশের এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (পূর্বের টুইটার)-এ এক বার্তায় বলেন—
"দিল্লি ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করছি। সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। প্রশাসন পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।"
ভূমিকম্পের পর দিল্লি ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা আফটারশকের ঝুঁকি রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছেন। নাগরিকদের খোলা জায়গায় থাকার, শক্তিশালী ভবনের নিচে আশ্রয় না নেওয়ার এবং ভূমিকম্প মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে যেকোনো জরুরি তথ্য পেতে প্রশাসনের ঘোষণাগুলো অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
👉 ভূমিকম্পের সর্বশেষ আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর