১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার—বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
ঢাকায় প্রধান সমাবেশ
রাজধানীর পল্টন মোড়ে বিকেল ৪টায় প্রধান সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নেতৃত্ব দেন। সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক, সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মিছিল
ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, কুমিল্লা, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা অবিলম্বে এ টি এম আজহারুল ইসলামের মুক্তি এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক অধিকার পুনর্বহালের দাবি জানান।
নেতৃবৃন্দের বক্তব্য
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, "এ টি এম আজহারুল ইসলাম দীর্ঘ ১৩ বছর ধরে কারাগারে আটক রয়েছেন। তার ওপর বারবার অন্যায় নির্যাতন চালানো হয়েছে এবং ন্যূনতম চিকিৎসাসেবাও প্রদান করা হয়নি। আমরা তার ন্যায়সঙ্গত মুক্তির দাবি জানাই।"
পরবর্তী কর্মসূচি
সমাবেশে নেতারা ঘোষণা দেন, যদি দ্রুত এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া হয়, তাহলে দেশব্যাপী আরও বড় ধরনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর