খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৃথকভাবে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাবির রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “ছাত্রদলকে শিক্ষার্থীদের ওপর হামলার দায় নিতে হবে। তারা বারবার সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমরা এর নিন্দা জানাই।”

এছাড়া, সংগঠনের সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, “আমরা বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও প্রদর্শন করবো।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ
অন্যদিকে, একই সময় ঢাবির ডাস ক্যাফেটের সামনে ছাত্রদলও বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, “কুয়েটের ঘটনাকে ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমাদের সংগঠন সবসময় গণতন্ত্রে বিশ্বাসী।”

তিনি আরও বলেন, “যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চায়, তারা এখন ভিন্ন নামে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। এটি দ্বৈত নীতি।”
পরিস্থিতি ও প্রশাসনের বক্তব্য
এদিকে, কুয়েট প্রশাসন সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভের কারণে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।