তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।
একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নালিতাবাড়ী শহরকে ‘পরিচ্ছন্ন শহর’ হিসেবে দেশের কাছে উপস্থাপন করার লক্ষ্যে পৌর শহর পরিষ্কারের উদ্যোগ নেন ইয়ুথ পাওয়ার। এ সময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কাগজের টুকরা, চিপসের প্যাকেট, প্লাস্টিক বর্জ্য নিজ হাতে তুলে ঝুড়িতে ভরে নির্দিষ্ট স্থানে ফেলে দেন ।
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর গড়তে নালিতাবাড়ীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন সমাজকল্যাণ ফাউন্ডেশনের অঙ্গসংগঠন ইয়ুথ পাওয়ার।(২১ ফেব্রুয়ারি) উপলক্ষে( ২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে নালিতাবাড়ীর কেন্দ্রীয় শহীদমিনার এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হয়।
এই সময় উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান স্যার।আরো সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো: আরিফুল ইসলাম সুজন, ইয়ুথ পাওয়ার এর সদস্যরা উপস্থিত ছিলেন।