আকাশ খান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
রৌমারী, কুড়িগ্রাম | ২৪ ফেব্রুয়ারি ২০২৫:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত গ্রীন ইন্টারন্যাশনাল মডেল মাদরাসায় আয়োজিত হলো এক হৃদয়ছোঁয়া হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান। রৌমারী ও আশপাশের উপজেলার বাছাইকৃত শতাধিক হাফেজে কুরআনকে সম্মানিত করতে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় কুরআনের নূরে আলোকিত এক মিলনমেলায়।
অত্র মাদরাসার ইংরেজি শিক্ষক তোয়াঈবুল আমিনের সঞ্চলনায় মাদরাসার প্রিন্সিপাল আশিকুর রহমানের সভাপতিত্বে দুপুর ২টা থেকে মাদরাসার নিজস্ব অডিটোরিয়ামে শুরু হয় অনুষ্ঠানটি।
মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে আধ্যাত্মিক এক প্রশান্তি ছড়িয়ে পড়ে।
মাদরাসার প্রিন্সিপাল জনাব আশিকুর রহমান হাফেজদের উদ্দেশে বলেন:
"কুরআনের হাফেজ হওয়া নিছক একটি অর্জন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আমানত। কুরআনের আলোকে নিজেদের জীবন গঠন করা এবং সমাজে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়াই প্রকৃত সফলতা। "আজকের অনুষ্ঠানের প্রকৃত মেহমান হলেন আপনারা — সম্মানিত হাফেজে কুরআনগণ। যেখানে কুরআনের হাফেজগণ সমবেত হন, সেখানে আর বিশেষ কোনো অতিথির প্রয়োজন পড়ে না।"
এরপর রৌমারী কেয়ামতিয়া আদর্শ ফাযিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ মোকছেদ আলী তাঁর গুরুত্বপূর্ণ নসিহায় বলেন:
"আল্লাহর কুরআনের সাথে যারা সংশ্লিষ্ট, নিঃসন্দেহে তারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য হাফেজে কুরআনগণের কোনো বিকল্প নেই।"
এছাড়া উপস্থিত বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের মুহতামিমগণও হাফেজদের উদ্দেশে গুরুত্বপূর্ণ পরামর্শ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা হাফেজদের ধৈর্য, অধ্যবসায় ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর