তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।
দেশি ও হাইব্রিড জাতের শাকসবজি চাষ ।ভোগাইয়ের চরে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। এই সবুজের সমারোহ। উজান থেকে নেমে আসা ঢল আর অবৈধ বালু উত্তোলনের ফলে ভোগাই নদীর পাড় ভেঙে প্রতিবছরই ভূমিহীন হন অনেক কৃষক, হারিয়ে ফেলেন চাষযোগ্য জমিটুকু। এমতাবস্থায় দুর্ভোগ নেমে আসে তীরবর্তী বাসিন্দাদের।
"এ-কুল ভাঙে ও-কুল ঘরে এইতো নদীর খেলা" - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই গানের মতো শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর এ-কূল ভেঙে ও-কূল গড়েছে। থেকে থেকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। আর সেই চর থেকেই ভাগ্যের চাকা ঘুরাতে মরিয়া স্থানীয় কৃষকেরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভেসে উঠা চরে শাকসবজি চাষ করেছেন তারা। চর থেকে ঢলের পানি নেমে যাওয়ার পর পলিমাটি পড়ে উর্বর হওয়াই কম খরচেই বেশি ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। শাকসবজি চাষের ফলে সবুজ অরণ্যে ছেয়ে গেছে ভোগাইয়ের চর। গত রোববার উপজেলার মরিচপুরান ইউনিয়নের ভোগাই নদীর তীরবর্তী দক্ষিণ কোন্নগর, ফকিরপাড়া ও বেনীরগোপ এলাকায় সরেজমিনে গেলে এসব চিত্র দেখা যায়।
কৃষক সূত্রে জানা যায় সীমিত-চাষ বা চাষ ছাড়াই আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, মুলা, গাজর, লাউ, কুমড়াসহ বিভিন্ন শাকসবজি চরে চাষ করেছেন তারা। ইতিমধ্যে কিছু ফসল উঠতে শুরু করেছে। আশানুরূপ ফলন হলেও এসব শাকসবজির দাম কম থাকায় হতাশ কৃষকেরা। উজান থেকে ভাটি পর্যন্ত কয়েকশ কৃষক ভোগাইয়ের চরে চাষ করেছেন রবি মৌসুমের নানা জাতের শাকসবজি। কেউ বানিজ্যিক কেউবা পরিবারের পুষ্টি চাহিদা মেটাতেই এসব ফসল চাষে ঝুঁকেছেন।
কৃষি অফিসের দেওয়া তথ্য মতে, চলতি মৌসুমে ১০৯০ হেক্টর ফসলি জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর