তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।
নয়াবিল রোড পূর্ব আন্ধারুপাড়া নালিতাবাড়ী, শেরপুর।
মিস্টি ডিপার্টমেন্টাল স্টোর পবিত্র রমজান মাস উপলক্ষে এখানে লাভ ছাড়া ক্রয় মূল্যের চেয়েও কম টাকায় দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে। শুধুমাত্র অসচ্ছল পরিবারের জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন ক্লোডিয়া নকরেক কেয়া । যেখানে আমার মুসলমান হয়ে রমজান মাস আসলে সব কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়।সেখানে ক্লোডিয়া নকরেক কেয়া অন্য ধর্মের মানুষ হয়েও পবিত্র মাহে রমজান উপলক্ষে লাভ ছাড়া বিক্রি করছে সব কিছু ।

ভিক্ষুক এবং অসহায় বৃদ্ধ বাবা মায়েদের পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্রয়র চেয়েও প্রতি দ্রব্য সামগ্রী ৫থেকে৭ টাকা কমে বিক্রি হচ্ছে।আপনার এ মহান উদ্যোগ সমাজের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং আমরা সবাই যদি মাহে রমজানে সামান্যতম একটু ছাড় দেই তাহলে হয়তো একটা দরিদ্র ফ্যামিলি পেট ভরে খেতে পারবে । আমাদের সকলের উচিত মাহে রমজানের কে সামনে রেখে এমন উদ্যোগ নেওয়া।
ধর্ম দিয়ে কি হয় যদি মনুষত্ব বিবেক ও মানবতা না থাকে । হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বলে আলাদা করার কি আছে। যদি মনুষত্ব বিবেক ও মানবতা না থাকে আমাদের বড় পরিচয় আমার মানুষ।