তানিম আহমেদ নালিতাবাড়ী, ( প্রতিনিধি)।
আজ ৩ মার্চ ২০২৫ তারিখ নালিতাবাড়ী উপজেলার তারানি, পানিহাতা এলাকায় অবৈধভাবে ভালো উত্তোলন ও পরিবহনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে
১৫ জন ব্যক্তিকে ৫০ হাজার করে মোট ৭.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
(সোমবার )বিকালে উপজেলার কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। এ অভিযানে সহায়তা করেন বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ।
নালিতাবাড়ীর সীমান্ত এলাকা গারো পাহাড় থেকে খরস্রোতা ভোগাই বয়ে গেছে উপজেলার নয়াবিল ও রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বুক চিরে। ভোগাই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ধংস্ব করা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য এমনকি সাধারণ মানুষের বসত ভিটা, সরকারি স্থাপনা, ব্রীজ কালভার্টসহ অসংখ্য রাস্তা-ঘাট হুমকীর মুখে রয়েছে।
তারানি পানি হাত এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন বালু ব্যবসায়ী।এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর