তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর (প্রতিনিধি)
সোমবার (১০ মার্চ) দুপুরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে এই প্রতিষ্ঠান থেকে ৫ জন শিক্ষার্থী চান্স পেয়েছে বলে জানা গেছে। এই সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নালিতাবাড়ী কনিকা একাডেমি থেকে এ বছর ৫ জন মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।
ক্যাডেট কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা:
১. চান্সপ্রাপ্তরা হলো-অংকন চন্দ্র সরকার
(সিলেট ক্যাডেট কলেজ), ২. মোস্তফা সুলতান খান জাকি (মির্জাপুর ক্যাডেট কলেজ), ৩. রায়হানা তাসনীম রিফা ( ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ),
৪. ইসরাত মেহেরীন মুন ( ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ) ও ৫. নুসরাত জাহান দিবা ( ফেনী গার্লস ক্যাডেট কলেজ)।
এ প্রসঙ্গে নালিতাবাড়ী কনিকা একাডেমির প্রতিষ্ঠানটির পরিচালক সাইয়েদ কুতুব বলেন, "আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। তারা কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের দিকনির্দেশনায় এই অর্জন সম্ভব করেছে। এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি বড় মাইলফলক।" এবং যে সব শিক্ষার্থীরা চান্স পাইনি তাদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।
অভিভাবকরাও শিক্ষার্থীদের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্যাডেট কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
স্থানীয় শিক্ষা মহলে কনিকা একাডেমির এই সাফল্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও অনেক শিক্ষার্থী ক্যাডেট কলেজসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করবে।
সম্পাদক: মো: সোলাইমান হোসেন প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর