তানিম আহমেদ নালিতাবাড়ি শেরপুর ( প্রতিনিধি )।
শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ব্র্যাকের ‘স্বপ্নসারথি’দের ২১তম সেশন পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নকলা উপজেলার চিথলিয়া গ্রামে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’দের ২১তম সেশন ‘একবার না পারিলে দেখো শতবার’ অনুষ্ঠিত হয়।
এই সেশনটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।সেশনের মূল আলোচ্য বিষয় ছিল নেতিবাচক চিন্তাগুলো খুঁজে বের করা এবং হতাশা কমিয়ে পরিস্থিতির সাথে মানিয়ে চলা। সেশনটি পরিচালনা করেন নকলা ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার মো. শহিদুল ইসলাম।
সেশন শেষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজার মো. সেলিম রেজা, জেলা ব্র্যাক সমন্বয়ক ফারহানা মিল্কী, ম্যানেজার লিগ্যাল প্রোটেকশন এ বি এম জাহিদুল হাসান এবং সিরাজগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো. সাজ্জাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে নকলা উপজেলার নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “আমাদের মেয়েদেরকে তথ্য প্রযুক্তিতে আরও সচেতন হতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে আরও সোচ্চার হতে হবে। কিশোরীদের উৎপাদনমুখী হতে হবে। ব্র্যাকের এ উদ্যোগ সময়োপযোগী। এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”