তানিম আহমেদ নালিতাবাড়ি শেরপুর ( প্রতিনিধি )।
নারী ও শিশুর প্রতি সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্দেশনায় নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ রবিবার সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে উপজেলা পরিষদ গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
টিআইবির নির্দেশ অনুযায়ী ঢাকা অফিসসহ দেশের ৪৫টি সনাক কার্যালয়ে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সনাক নালিতাবাড়ীর সভাপতি এন.এম. সাদরুল আহসান বলেন, মাগুরাসহ সারাদেশে শিশু ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। তিনি অবিলম্বে এসব ঘটনার দ্রুত বিচারের দাবি জানান। নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে নারী ক্ষমতায়ন বা সমতা অর্জনের স্বপ্ন কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
সনাক নালিতাবাড়ীর এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক টিআইবির দাবিগুলো তুলে ধরেন। কর্মসূচিতে সনাক সদস্য, ইয়েস সদস্য ও নালিতাবাড়ী উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরাসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর