মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নালিতাবাড়ীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ তিনজন গুরুতর আহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৫ ৫:৪৫ পূর্বাহ্ণ

তানিম আহমেদ নালিতাবাড়ি শেরপুর ( প্রতিনিধি )।

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার শিমুলতলা এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রেহেনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিমুলতলা গ্রামের ওয়াদুদ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী হাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বুধবার সন্ধ্যায় হাফিজুর রহমান ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওয়াদুদ মিয়ার ভাই আব্দুল মোমেনের বাড়িতে হামলা চালায়। হামলায় আব্দুল মোমেন, কামরুল ইসলাম আকাশ ও রেহেনা খাতুন গুরুতর আহত হন।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রেহেনা খাতুনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আহত রেহেনা খাতুনের স্বামী ওয়াদুদ মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হাফিজুর রহমানসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১৫ মার্চ) ইয়াসিন আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযুক্ত হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ন্যায্য মূল্যে সবজি বিক্রি কর্মসূচি

১৭ বছরের ক্রিকেট ইতিহাস, আতিফ আসলাম কিশোরগঞ্জ।

নালিতাবাড়ীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন।

সম্পর্কের চেয়ে সম্পত্তি বড় নয় ভাইয়ের সঙ্গে জমি নিয়ে সংঘর্ষে ভাইয়ের মৃত্যু।

নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২

নালিতা বাড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই ব্যক্তির কারাদণ্ড।

গাজীপুরের সাবেক মেয়রের অডিও ফাঁস: হুমকির অভিযোগ ও প্রতিক্রিয়া

কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত অর্ধশত।

ট্রেন দূর্ঘটনা এখন বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে।

চিলমারীতে ৩০০ পিস ইয়াবা ও ৫কেজি গাঁজাসহ যুবক আটক।