তানিম আহমেদ নালিতাবাড়ী ( প্রতিনিধি) ।
নালিতাবাড়ী উপজেলার হাতীপাগাড়-ভাংগা এলাকায় আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ভোগাই নদীর দুই পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এই মোবাইল কোর্ট পরিচালনা করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান যৌথভাবে নেতৃত্ব দেন।
অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান।অবৈধ কাজে ব্যবহৃত ১টি ভেকু ও ১টি ট্রাক জব্দ করা হয়েছে।নদীর পাড় থেকে ৪৮টি ড্রেজার মেশিন অপসারণ করা হয়েছে, যা অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত হচ্ছিল।অবৈধ সরঞ্জাম রাখার জন্য তৈরি করা ২টি অস্থায়ী ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।বালু স্তূপ করে রাখার ১১টি মাচা ধ্বংস করা হয়েছে।এছাড়াও, অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে।
এই অভিযান বাস্তবায়নে পুলিশ বাহিনী, ব্যাটালিয়ন আনসার, ইউএনও ও এসিল্যান্ড অফিসের কর্মীবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী সক্রিয়ভাবে সহায়তা করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। নদীর পরিবেশ রক্ষা এবং অবৈধ কার্যকলাপ বন্ধে প্রশাসন বদ্ধপরিকর।
এই কঠোর পদক্ষেপের মাধ্যমে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে এবং পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: ইলিয়াস আমিন, প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর