সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
এনামুল
এপ্রিল ১৪, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ, ১৪ এপ্রিল ২০২৫:

পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য শুভ নববর্ষ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সকালে এই আয়োজনটি শুরু হয় কিশোরগঞ্জ শহরের কেন্দ্রীয় এলাকা থেকে, যা পরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বর্ণিল সাজে, মুখোশ, বাদ্যযন্ত্র এবং ঐতিহ্যবাহী পোশাকে র‌্যালিটি ছিল এক মনোমুগ্ধকর পরিবেশনা। এতে ফুটে উঠেছে বাঙালির লোকজ সংস্কৃতি ও নববর্ষের আনন্দঘন আবহ।

র‌্যালি শেষে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা লোকসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার এবং সহযোগিতা করেন বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “বাঙালির হাজার বছরের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ। আমরা চাই নতুন বছরের এই উৎসব সকল শ্রেণির মানুষের মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক।”

অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সর্বশেষ - অন্যান্য