শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে চলতি বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা খাদ্যগুদামে এই অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, স্থানীয় রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান এবং খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান এই প্রসঙ্গে জানান, চলতি বছর স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ১ হাজার ৯১৬ মেট্রিক টন ধান এবং ৩ হাজার ৪৭২ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী, কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে কেনা হবে।
কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে এই সংগ্রহ অভিযানের মাধ্যমে নালিতাবাড়ীর কৃষকরা তাদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য নিশ্চিতভাবে পাবেন এবং এর ফলে তারা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।
এই উদ্যোগটি স্থানীয় কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।