বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

পার্টি অফিস’ নাটকের হাটা স্টাইল ঘিরে বিতর্ক: আওয়ামী লীগের এক নেতাকে কেন্দ্র করে চরম তুলপাল

প্রতিবেদক
এনামুল
মে ৮, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নাটক ‘পার্টি অফিস’ আবারো আলোচনায়, তবে এবার ভিন্ন এক কারণে। নাটকের এক পর্বে চেয়ারম্যান চরিত্রের একটি দৃশ্য—যেখানে তিনি বিশেষ ভঙ্গিমায় হেঁটে আসছেন—তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন, এই হাঁটার স্টাইলটি আওয়ামী লীগের এক আলোচিত নেতার হাঁটার অনুকরণ, যা দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন এটি উদ্দেশ্যমূলক ব্যঙ্গ।

নাটকের দৃশ্য এবং রাজনৈতিক মিল ‘পার্টি অফিস’-এর সেই দৃশ্যটিতে দেখা যায়, চেয়ারম্যান সাহেব সঙ্গীদের সঙ্গে নাটকীয়ভাবে দলীয় কার্যালয়ে প্রবেশ করছেন, পেছনে দলবল নিয়ে। তার হাতের ভঙ্গি, চোখের তাকানো এবং হাঁটার স্টাইলটি ইউটিউব, টিকটক ও ফেসবুকে ‘মিম’ হয়ে ছড়িয়ে পড়ে। মজার বিষয় হলো, ওই হাঁটার সঙ্গে একজন জনপ্রিয় আওয়ামী লীগ নেতার স্টাইল হুবহু মিলে গেছে বলে দাবি করছেন অনেকে।

ফলে অনেকে এটিকে ব্যঙ্গ বা পরোক্ষ সমালোচনা হিসেবেও দেখছেন। নির্মাতাদের অবস্থান এ নিয়ে Family Entertainment HD-এর পক্ষ থেকে কোনো সরাসরি মন্তব্য না এলেও, তাদের অন্যান্য নাটক বিশ্লেষণ করলে দেখা যায়—তারা মূলত সমাজ, রাজনীতি ও বাস্তব ঘটনার প্রেরণা নিয়ে স্যাটায়ারধর্মী কনটেন্ট তৈরি করে।

তবে তারা কখনোই কারো নাম বা পরিচয় উল্লেখ করে সরাসরি ব্যঙ্গ করে না, বরং চরিত্রের মধ্য দিয়ে প্রতীকীভাবে কিছু তুলে ধরেন। নেটিজেনদের প্রতিক্রিয়া একদল দর্শক বিষয়টিকে নিছক মজার কCoinিক হিসেবে দেখছেন এবং বলছেন, “বাস্তব মিল থাকতেই পারে, কিন্তু এটা নাটক।

” অপর দল মনে করছেন, এতে রাজনৈতিক বার্তা আছে এবং এটি একটি সচেতন উপস্থাপন। অনেকে আবার বলছেন, “নেতারা যদি এভাবে হাঁটেন, তাহলে দোষ নাটকের না, বাস্তবতার।” রাজনৈতিক মহলে আলোচনা যদিও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি, তবে স্থানীয় পর্যায়ের কিছু নেতা বা কর্মী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং নাটকটিকে ‘অনুচিত ব্যঙ্গ’ বলে আখ্যা দিয়েছেন। সংগঠন ও মত প্রকাশের স্বাধীনতা বিশ্লেষকরা মনে করছেন, স্যাটায়ার বা ব্যঙ্গচিত্র গণতন্ত্রের একটি অংশ, এবং তা সীমা অতিক্রম না করলে এটি এক ধরনের ‘soft criticism’।

নাটক বা কন্টেন্ট নির্মাতা যখন কোনো ব্যক্তির নাম বা চেহারা উল্লেখ না করে প্রতীকী উপস্থাপন করেন, তখন সেটিকে সরাসরি আক্রমণ হিসেবে দেখা ঠিক নয়। উপসংহার ‘পার্টি অফিস’ নাটকের হাটা দৃশ্যটি আপাতদৃষ্টিতে একটি নির্দোষ কমেডি হলেও, এটি বাংলাদেশি রাজনীতির বাস্তবতার প্রতিচ্ছবি হিসেবেই অনেকে দেখছেন। নাটক, কৌতুক, বা ব্যঙ্গচিত্র—সব কিছুই সমাজের আয়না। তবে সেটি যেন সম্মানের সীমা বজায় রেখে হয়, এটাও গুরুত্বপূর্ণ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতা: বিসিবির ভুল নীতির খেসারত?

১৭ বছরের ক্রিকেট ইতিহাস, আতিফ আসলাম কিশোরগঞ্জ।

বাজিতপুরের সাবেক মেয়র আনোয়ার এর বিরুদ্ধে দুদকের মামলা

মুরাদনগরে ইমাম-ওলামা ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত।

শেষ ঠিকানার কারিগর আর নেই: কিশোরগঞ্জের মনু মিয়ার মর্মস্পর্শী বিদায়।

কোম্পানীগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান — চারটি আইনে ৩২ হাজার টাকা জরিমানা

🎙️ প্রতিবেদন: ফিলিস্তিনের পক্ষে কিশোরগঞ্জে জনতার গর্জন

মুক্তিযোদ্ধা গোলাম ফারুকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও কোটা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ

জামায়াত ইসলাম থেকে কুড়িগ্রাম ৪ আসনে মনোনয়ন পেয়েছেন জননেতা আলহাজ্ব মোঃ মোস্তাফিজুররহমান ( মোস্তাক)

কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক।